সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পঞ্চগড়ের বোদায় দুজন, নাটোরের লালপুরে একজন ও বগুড়ার ধুনটে এক আ.লীগ নেতা নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় পৌরসদরে কলাপড়া নামক স্থানে এশিয়ান হাইওয়েতে ট্রাক-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২৪ এপ্রিল) দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ট্রাক্টর চালক জাহিদ ইসলাম ও পথচারী নুরজাহান নিহত হয়। নিহত জাহিদ ইসলাম উপজেলা সদর ইউনিয়নের মানিক ইসলামের পুত্র ও নুরজাহান পৌর সদরের সর্দারপাড়া গ্রামের মৃত সবার উদ্দীনের স্ত্রী। বোদা ফায়াস সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ও আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন, আটোয়ারী উপজেলা দলুয়া এলাকার হালিচন্দ্র বর্মনের পুত্র লক্ষন, লীলারমেলা এলাকার মৃত খাদেমুলের পুত্র সায়েদ আলম, চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট এলাকার জাকিরুলের পুত্র শাহিন, বোদা পৌর সদরের কলেজপাড়া এলাকার সহিদুল ইসলামের পুত্র ঝুমুর। বোদা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রায়হান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত ও আহদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে চলন্ত ট্রাকের পেছনে সিএনজি চালতি অটোরিক্সার ধাক্কায় সিএনজির চালক নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক নাজিম উদ্দিন পাবনা সদর উপজেলার জাতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ট্রাক ও সিএনজি ঈশ্বরদী থেকে লালপুরে আসছিলো। লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় ট্রাকটি পৌঁছালে ট্রাকের নিচের ফাঁকা অংশে অটোরিকশা আটকা পড়ে আছে দেখে স্থানীয়রা ট্রাকটি থামায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও থানার পুলিশ এসে সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান, ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী মাস্টার নামে এক আ.লীগ সভাপতির মৃত্যু হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত সিরাজ আলী সাকিদারের ছেলে ও ওই ইউনিয়নের আ.লীগের সভাপতি। বুধবার (২৪ এপ্রিল) ধুনট শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়ায় স্থানান্তর করে। সেখানে দুপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিকসহ সর্বস্তরের নেতাকর্মী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

টিএইচ