রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হবিগঞ্জের বাহুবলে দুজন, পিরোজপুরের নাজিরপুরে একজন ও মুন্সীগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে। জানা যায়, চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি গ্রামের বাহার মিয়ার ছেলে পিক-আপ চালক হূদয় মিয়া ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াপাড়া গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে পিক-আপ ভ্যানে করে মাছ নিয়ে বাহুবল বাজারে আসে। তারা বাহুবল বাজার থেকে মাছ নিয়ে শায়েস্তাগঞ্জে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছামাত্রই ফ্রেশ সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিক-আপ ভ্যান চালক হূদয় মিয়া ও হেলপার রিপন মিয়ার মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছেন বাহুবল মডেল থানার এস আই আশীষ তালুকদার।

পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় সঞ্জীব কুমার হালদার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সঞ্জীব হালদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের জনার্দ্ধন হালাদারের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। গত সোমবার রাতে উপজেলার ভাইজোড়া এলাকার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডা. দ্বিপংকর নাগের নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হন। প্রচারণা শেষে রাতে নাজিরপুর মাটিভাঙ্গা সড়কের ভাইজোড়া বাজার সংলগ্ন পলাশডাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে রাখা ধানের খরের ওপর পরে যান তারা। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেল আরোহী সঞ্জীব কুমারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তবে রাতের আঁধারে বাসটিকে শনাক্ত করতে পারি নাই। পরে তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে মো. মারুফ শেখ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি গ্রামের মো. ইউনুস শেখের ছেলে। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার তালতলা-নিমতলা সড়কের মৃধাবাড়ি সংলগ্ন আরমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

টিএইচ