রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর কবর পাওয়া গেছে। দিনাজপুরে চার পথচারী, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একজন ও চট্টগ্রামের হাটহাজারীতে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর: দিনাজপুরের রানির বন্দর মোড়ে বিআরটিসি বাসের চাপায় চারজন পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। সিডির বন্দর থানার ওসি আবুল হাসানাত জানান, দিনাজপুর-রংপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরের রানির বন্দর মোরে রংপুর অভিমুখে যাওয়া বিআরটিসি বাসটি রানীর বন্দর মোড়ে একে একে চার পথচারীকে চাপা দেয়।

বিআরটিসি বাসের চালক নেশা করেছিলেন বলে স্থানীয়রা জানায়। নিহত চারজনের মধ্যে দুজন মধু বিক্রেতা চাকমা রয়েছেন।  অপর দুজনের বাড়ি চিরিরবন্দর উপজেলার ভাবকি চৌধুরীপাড়ায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। সড়ক দুর্ঘটনার পর রানীর বন্দর সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরা দুজনেই ভ্যানচালক বলে জানা গেছে। আহত হয়েছে সাতজন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর এবং চিরিরবন্দর উপজেলা  স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চিরিরবন্দর থানার পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কাজ করছেন।  

টঙ্গীবাড়ী (মুন্সীগন্জ) : টঙ্গীবাড়ীতে নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। থানা সূত্রে জানা গেছে উপজেলার নাটেশ্বর গ্রামের মৃত কাউসার শেখের ছেলে রায়হান শেখ (১৭) বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে টঙ্গীবাড়ী থানা সংলগ্ন পাকা ব্রিজে উঠতে গেলে ব্রিজের ওপর থেকে নসিমন দ্রুত এসে তাকে ধাক্কা দেয়। রায়হান নসিমনের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পুলিশের সহায়তায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে গত সোমবার রাতে রায়হানের মৃত্যু হয়। রায়হানের নানা সম্পর্কীয় হানিফ বেপারী জানান, নসিমনের ড্রাইভার ব্রিজ থেকে পাকা সড়কে নামতে গিয়ে বেপোরোয়াভাবে নসিমন চালিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাঁদের গাড়ির সংঘর্ষের ঘটনায় দীপক মিত্র নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আবুল মনসুর চৌধুরী নামে অটোরিকশার আরেক যাত্রী এবং আব্দুর রহমান নামে অটোরিকশাটির চালক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর এলাকার হাটহাজারী নাজিরহাট মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক মিত্র পটিয়া উপজেলার ২নং কচুয়াই ইউনিয়নের ভক্ত ফকিরের বাড়ির মৃত নির্মল মিত্রের পুত্র বলে জানাগেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, একটি মসজিদের জন্য দুটি সোলার ব্যাটারি নিয়ে চট্টগ্রাম নগরী থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফটিকছড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দীপক মিত্রকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করেন।

টিএইচ