বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিলেটে তিনজন, কুষ্টিয়ার কুমারখালীতে দুজন ও টাঙ্গাইলের নাগরপুরে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— 

সিলেট ব্যুরো: সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত শনিবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী গ্রামের ছাদ উদ্দিনের ছেলে রেদোওয়ান আহমদ, একই গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন, সোনাসার বাজারের ব্যবসায়ী মঞ্জুর আহমদ। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে রেদোওয়ান, মঞ্জুর ও দেলোয়ার হোসেন বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে বন্ধ করে রাখা ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ এবং দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহতবস্থায় মঞ্জুর আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। জকিগঞ্জ থানার ওসি মো জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) উপজেলার সান্দিয়ারাথ লাহিনীপাড়া সড়কের চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম মো. সবুজ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। আরেক জনের নাম বিপ্লব হোসেন। তিনিও একই উপজেলার বাড়াদী উত্তর পাড়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলেই অতিরিক্ত গতি ছিল। সেজন্য নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সাজেদুল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলেই অতিরিক্ত গতি ছিল। কিভাবে যেন মুহুর্তেই মধ্যেই তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সবুজ হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। কুষ্টিয়া হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রী এক যুবকের প্রাণ। রোববার (২৮ এপ্রিল) টাঙ্গাইল-দৌলতপুর আঞ্চলিক সড়কের উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া মসজিদের সামনে বালুবাহী ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় ওই যুবক। নিহত ওই যুবকের নাম রাকিব মিয়া। উপজেলার গয়হাটা ইউনিয়নের নরদহি গ্রামের শুকুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২৮ এপ্রিল)  নাগরপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি টাঙ্গাইলের দিকে রওনা হয়। অপরদিকে, টাঙ্গাইলের দিক থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আঞ্চলিক সড়কের উপজেলার ডাঙ্গা ধলাপাড়া এলাকার মসজিদের সামনে পৌঁছলে সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা রাকিব ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় সিএনজি চালক। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচ