রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুজন, বরিশালের আগৈলঝাড়ায় দুজন, পাবনার বেড়ায় এক বৃদ্ধ ও ময়মনসিংহের ভালুকায় একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে গিয়ে নষ্ট হয়ে যায়। এসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক-হেলপার ট্রাকটি ঠিক করছিলেন। হঠাৎ জেটি ভেঙে ট্রাক তাদের ওপরে পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। থানার এসআই মো. নূরে আলম সিদ্দিক জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের নগড়বাড়ি রোডে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নগড়বাড়ি গ্রামের শাহীন হাওলাদারের ছেলে মেহেদী নিহত হয়। এসময় মোটরসাইকেল চালক একই গ্রামের কাজল খানের ছেলে শাকিব খান এবং ভ্যানচালক কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের ছালাম খানের ছেলে আবু বকর সিদ্দিক বাবু গুরুতর আহত হয়। গুরুতর আহত ভ্যানচালক আবু বকর ও মোটরসাইকের চালক শাকিবকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে বরিশাল প্রেরণ করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক আবু বকর মারা যায়। আশংকাজনক অবস্থায় শাকিব খানকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকায় প্রেরণ করেছেন  চিকিৎসকেরা।

বেড়া (পাবনা) : পাবনার বেড়ায় পাঁচ বছরের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে কাদের ফকির নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারি) উপজেলার হরিরামপুর গ্রামের আঞ্চলিক সড়কে। স্থানীয়রা জানান, চলন্ত সিএনজির সামনে দিয়ে একটি পাঁচ বছরের বাচ্চা মেয়ে দৌড় দেয়। বাচ্চাটিকে বাঁচাতে কাদের ফকির সিএনজির সঙ্গে প্রচন্ড ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে নিকটস্থ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনায় বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি তবে সিএনজি চালক শরীফ আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বেড়া মডেল থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি এ দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী সিডস্টোর ড্রাইভার পাড়া এলাকায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে গিয়ে  মো. লাল মিয়া (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মো. লাল মিয়া শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরী কান্দা শেওড়াতলা গ্রামের আমজাদ আলীর ছেলে। জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি সিএনজি উল্টো পথে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক করে এতে সিএনজিটি উল্টো যায় এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও একাধিক যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। ভড়াডোবা হাইওয়ে পুলিশের (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও সিএনজি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

টিএইচ