বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ঝিনাইদহের মহেশপুরে পৃথক দুর্ঘটনায় ২ জন, রাঙ্গামাটিতে দুজন ও গাজীপুরের পূবাইলে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার (১ মার্চ) উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার যোগিহুদা গ্রামের ইজিবাইক চালক জিসান মোটরসাইকেলযোগে পার্শবর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলো। পথে সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সকালে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাঁশবোঝায় ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকের আরোহী বড়বাড়ি গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আলী হোসেন নামে আরেকজন। নিহতের মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।
রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার ঘাগড়া বগাপাড়া ব্রিজের ওপর মিনিট্রাক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে কনেট্রাকশন কাজে নিয়োজিত ১৪-১৫ জন শ্রমিক ঢালাইয়ের কাজ শেষ করে রাঙ্গামাটি ফিরছিলেন। কাপ্তাইয়ের বগাপাড়া ব্রিজের ওপর পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। বাকি শ্রমিকদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে ঘাগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল চাকমা জানান, শ্রমিকদের বহনকারী একটি মিনি ট্রাক কাপ্তাইয়ের বগাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হন। বাকি ১৩-১৪ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
পূবাইল (গাজীপুর) : গাজীপুর মহানগরীর পূবাইলে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয় একাধিক। গত বৃহস্পতিবার পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক এলাকার বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মেহরাব, পিতা মুহিবুল্লাহ। সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পিপুলিয়া গ্রামের মুহিবুল্লাহর ছেলে। নিহত মেহরাবসহ সবাই জাপান ইন্টারন্যাশনাল ড্রিম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, কলেজ ছুটির পর সহপাঠীদের সঙ্গে অটোযোগে বাড়ি ফেরার পথে বসুগাও মাহাদী গার্মেন্টস সংলগ্ন টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে উঠার সময় টঙ্গীগামী একটি লেগুনা এসে অটোটিকে ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটির সঙ্গে অটো বাড়ি খেয়ে এ দুর্ঘটনা ঘটে। চাপা দেয়া লেগুনাটিকে আটক করে পূবাইল থানায় নিয়ে যাওয়া হয়। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মেহরাবকে মৃত ঘোষণা করে।
পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, অটোরিকশা ও লেগুনাটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ