বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুরের ভাঙ্গায় একজন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক অটোরিকশা যাত্রী,  জামালপুরে একজন, ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল চালক ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে এছাড়াও ঝালকাঠির নলছিটিতে চারজন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় জেল থেকে বের হয়ে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাঈম ফকির নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোল চত্বরে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে। 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, নিহত নাঈম বাবা হত্যামামলায় বহুদিন জেল খাটেন। জেল থেকে বেরিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় টার্নিং নেয়ার সময় রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহিল বাকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। বুধবার (১৩ মার্চ) উপজেলার শশই নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। এ ঘটনায় আরো এক যাত্রী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়নাল মিয়া নিহত হয় এবং আরেক জন আহত হয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। 

জামালপুর : জামালপুর-সরিষাবাড়ি সড়কের জোকারপাড়া এলাকায় বালিবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীসহ আরো ৩ জন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মার্চ)। নিহত মর্জিনা বেগম জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের রাজমিস্ত্রি জুরন মিয়ার স্ত্রী। গুরুত্বর আহতরা হলেন, িনহত মর্জিনা বেগমের ছেলে মারুফ হাসান, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের অটোচালক আকাশ মিয়া ও জামালপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হূদয় হাসান, তার বাড়ি সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকায়। 
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির বলেন, এ ব্যাপারে বালিবাহী ঘাতক ড্রাম ট্রাকটি আটকসহ ট্রাকের চালক ফারুক মিয়া ও তার সহযোগিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক জাহিদ হাসান নিহত হয়েছে। সে যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ও স্থানীয় আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বুধবার (১৩ মার্চ) গফরগাঁও টু ভালুকা মহাসড়কে দক্ষিণ পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

তেঁতুলিয়া (পঞ্চগড়): পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় কাজের উদ্দেশ্যে অটোরিকশায় যাচ্ছিলো ৪ জন পাথর শ্রমিক, পিছন থেকে ট্রাক এসে অটোরিকশাকে ধাক্কা দিলে তারা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করে। মৃত অতুল বর্মন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শুকানপুকুর এলাকার মৃত সাইনি বর্মনের পূত্র। তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি ট্রাকটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেলে অন্য চালক দিয়ে ট্রাকটি পাট নিয়ে ভারতে গেছে।  আমরা ট্রাকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠি-বরিশাল মহাসড়কে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগীসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) ঝালকাঠির নলছিটি উপজেলা রায়াপুর এলাকায় এ ঘটনায় ঘটে। নলছিটি থানার ওসি  মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ