শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতক্ষীরার তালায় দুই শ্রমিক, টাঙ্গাইলের ভূঞাপুরে এক কলেজছাত্র, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একজন, নোয়াখালীর সুবর্ণচরে এক শিশু, বগুড়ার শিবগঞ্জে একজন ও চট্টগ্রামের পতেঙ্গায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্র কাটী সরদারবাড়ী বটতলা এলাকায়। নিহতরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলাম মজুরী হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে গতকাল সড়ক দুর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। তালা থানার ওসি  মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পোস্ট মার্টেমের জন্য পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান মিশু নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কয়েড়া গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া। পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান গত শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলযোগে ভূঞাপুর থেকে গ্রামের বাড়ি কয়েড়া ফিরছিলেন। পথিমধ্যে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের কষ্টাপাড়া এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। রাস্তার পাশে ছিটকে পড়ে যায় মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মেহেদীর।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় ট্রাকচাপায় আড়াইহাজার পৌরসভা ইলেকট্রিশিয়ান ফারুক নিহত হয়েছেন। গতকাল এ ঘটনা ঘটার পর থেকে প্রায় দুই ঘণ্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। তারা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ওই সময় ফারুক তার বাড়ি থেকে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে আড়াইহাজার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সঙ্গে চাপা দিলে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের মৃত্যু ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করেন।

সুবর্ণচর (নোয়াখালী) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাওয়ার টিলার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক চালক পলাতক রয়েছে। নিহত মো. রিফাত (৬) উপজেলার চর জুবলি ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে। সে স্থানীয় পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  গতকাল এলাকার বাঁধের হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতথ্য জানিয়েছেন সেনবাগ থানার ওসি কাউছার আলম ভূঁইয়া। 

 স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁধের হাট এলাকা থেকে মাটি নিয়ে যাচ্ছিলো পাওয়ার টিলার। এ সময় রাস্তায় শিশুটি চলন্ত পাওয়ার টিলারে উঠতে চেষ্টা করে। ওই সময় পাওয়ার টিলারের নিচে শিশুটি চাপা পড়ে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। 

বগুড়া : বগুড়ার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে মোকামতলা বাজারের সোনাতলা রাস্তা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পার হচ্ছিলেন তোতা মিয়া। এ সময় রংপুরগামী একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। ঘটনার পর মাইক্রোবাস ঘটনাস্থল ত্যাগ করায় চালককে আটক করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা বাটারফ্লাই পার্ক সংলগ্ন পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পড়ে গেছে। এতে আসাদুজ্জামান সানি নামের এক তরুণ নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় পুকুরে পড়ার চার ঘণ্টা পর পানির নিচে এক শিশুর দেহ শনাক্তের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে ধাক্কা দেয়ার পর পুকুরে পড়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রাতে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। তারা হলেন, নুরুল আমিন, তাসপিয়া সুলতানা, নুসরাত বেগম ও মো. ইমরান।

ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মামুন-উর-রশীদ বলেন, দুর্ঘটনার পর এক শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে পুকুরের নিচে লরির চাকায় চাপা পড়া অবস্থায় শিশুটির দেহ শনাক্ত করা হয়েছে।

টিএইচ