বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধার পলাশবাড়ীতে দুজন, হবিগঞ্জের বাহুবলে এক স্কুলছাত্র, কুষ্টিয়ার ভেড়ামারায় এক মোটরসাইকেল আরোহী ও কিশোরগঞ্জের হোসেনপুরে এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—  

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় সাগর মিয়া (১৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং গুরুতর আহত অপর দুজন নাইমুর রহমান স্বচ্ছ (১৭) ও সামিউল ইসলামকে (১৮) রংপুর নেয়ার পথে উপজেলার বরিশাল ইউপির আব্দুর রশিদের ছেলে স্বচ্ছ মারা যায়। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুলাই) পৌরশহর থেকে তিনজন মোটরসাইকেল চালিয়ে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিল। বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় এমএ সামাদ কারিগরি কলেজ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। থানার ওসি কেএম আজমিরুজ্জামান ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।  

বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোণা নামক স্থানে ইউনিক পরিবহনের একটি বাসচাপায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাটি সোমবার (১৫ জুলাই) উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোণা নামক স্থানে ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের তিতারকোণা গ্রামের কবির মিয়ার ছেলে স্কুলছাত্র মো. কামরুল আহমেদ সিজান (১৩) বাইসাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোণায় দাঁড়িয়ে ছিলেন। এমতাবস্থায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহন বাসটি রাস্তার উল্টো দিকে গিয়ে সিজানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথচারীরা ধাওয়া করে বাসটিকে আটক করতে সক্ষম হলেও ঘটনাস্থলেই কামরুল আহমেদ নিহত হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারায় ধরমপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তা শিহাব রনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার খেমিরদিয়ার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এতথ্য জানিয়েছেন। শিহাব রনি উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের শামসুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ ভবানীপুর থেকে খেমিরদিয়ার যাওয়ার পথে মোটরসাইকেলচালক শিহাব রনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। এ বিষয়ে জুনিয়াদহ ইউনিয়নের ইউডিসি উদ্যোক্তা উজ্জ্বল হোসেন বলেন, এর আগে সে মারাত্মকভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল। ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম  বলেন, তার পরিবারেরও কোনো অভিযোগ নেই। তাই মরদেহ আমরা স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপভ্যান চাপায় সুফিয়া (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার মেয়ে সাথী (১৩)। সোমবার (১৫ জুলাই) কিশোরগঞ্জ-ভালুকা সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিন সকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হলে পূর্বদ্বীপেশ্বর এলাকার কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হতে গেলে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ