শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল বাবা ছেলেসহ সাত প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল বাবা ছেলেসহ সাত প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোনারগাঁয়ের কাঁচপুরে বাবা-ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুজন, মেহেরপুরে একজন, জয়পুরহাটের একজন ও নাটোরের বড়াইগ্রামে এক যুবক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— 

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মা আহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) কাঁচপুরের ক্যাওঢালা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- সুরেষ ডাকুয়া ও তার ছেলে রোকেশ ডাকুয়া। এছাড়া নিহতের স্ত্রী নিপু রায় আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি রেজাউল হক। কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালে তারা খবর পান ক্যাওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। তারা সেখানে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়েছে। স্বামী-স্ত্রী রাস্তায় আহত অবস্থায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন নিপু রায় বলেন, আমাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রামে। আমার স্বামীর টেইলার্সের দোকান রয়েছে। গত শনিবার গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজা দিতে এসেছিলাম। সেখান থেকে শনিবার (২০ এপ্রিল) বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হই। পথে কাঁচপুর ক্যাওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি বাস আমাদের চাপা দেয়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) উপজেলার ধরন্তী ও পাকশিমুল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আতাউর রহমানের ছেলে সুলতান ও সরাইলের পাকশিমুল ইউনিয়নের লোপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে মো. মিস্টার মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নাসিরনগর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা বিশ্বরোড যাচ্ছিল। পথিমধ্যে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা যাত্রী সুলতান নিহত হন এবং অপর যাত্রীরা আহত হয়। তারা সবাই জেলার আশুগঞ্জে একটি হোটেলে কাজে যোগ দেয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এদিকে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর চান্দের হাটি এলাকায় ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে মিস্টার মিয়ার নামের কিশোর নিহত হয়। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরগুলো আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

মেহেরপুর : মেহেরপুরে  দুটি ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন মাহমুদ নামে একজন নিহত ও আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার (২০ এপ্রিল) মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মাহমুদ মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের নাসিম আলী ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও তার সঙ্গীরা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই শেষে বাড়ি ফেরার পথে দুটি ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটন মাহমুদকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

জয়পুরহাট : জয়পুরহাটের বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাহবুব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব হোসেন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, মাহবুব হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার গরুর খামার থেকে থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলটিকে সামনের থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, স্থানীয়রা  ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় সোহাগ ইসলাম নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে বনপাড়া-হাটিকুমারুল মহাসড়কের উপজেলার মানিকপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ইসলাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সোহাগ ইসলাম উপজেলার মানিকপুর থেকে মোটরসাইকেলযোগে বনপাড়ার দিকে আসছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরু আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 
বনপাড়া হাইওয়ে ওসি আলীমুন আল রাজি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা হয়েছে।

টিএইচ