শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১০ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লায় চারজন, রাজবাড়ীতে দুই স্কুলছাত্র, ময়মনসিংহের নান্দাইলে দুজন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একজন ও যশোরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : কুমিল্লায় ইলিয়টগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার  (১২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম, ভোলার মনপুরা এলাকার মনির হোসেন, একই এলাকার হাবীবুর রহমান এবং আক্তার হোসেন। বিষয়টি জানিয়েছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম। তিনি বলেন, মঙ্গলবার  (১২ মার্চ) দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এসময় আরও তিনজন আহত হন, আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদু্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দশম শ্রেণির দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের আব্দুর রব মণ্ডলের ছেলে সোহাগ ও লালন শেখের ছেলে রাজন শেখ।
মঙ্গলবার  (১২ মার্চ) রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় এ মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে।
আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, বাবা-মায়ের কাছে মোটরসাইকেল আবদার করে না পেয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাজন। উপায়ন্ত না পেয়ে গত তিনদিন আগে রাজনকে তার বাবা-মা কিস্তিতে টাকা তুলে একটি মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা ওই মোটরসাইকেলটি নিয়ে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা যায়। রাজবাড়ী থানার এসআই মো. মিকাইল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সাগর (২২) ও সাজেদুল ইসলাম (২১) নামে দুই যুবক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় রাফাত ও আকাশ নামে আরো দুই যুবক গুরুতর আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে নান্দাইল টু দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের চাঁনপুর গ্রামের নবাবআলী ব্রিজ সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত সাগর নান্দাইল উপজেলার চাঁনপুর গ্রামের আলিম উদ্দিনের পুত্র এবং নিহত সাজেদুল ইসলাম উপজেলার শেরপুর গ্রামের শহর আলীর পুত্র। গত রাতে একটি মোটরসাইকেলযোগে এই চার যুবক নান্দাইল সদরের দিকে আসছিল। পথিমধ্যে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা চারজন আরোহীর গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগর ও সাজেদুল ইসলাম মৃত্যুবরন করে। নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জীবন হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার  (১২ মার্চ) উপজেলার হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন কুষ্টিয়ার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্পের পুলিশ জানায়, জীবন দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় আলমডাঙ্গার হারদি-ওসমানপুর সড়কে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত চলছে। নিহতের পরিবার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর: মঙ্গলবার  (১২ মার্চ) যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাঠি বাজারে যশোর অভিমুখে দ্রুতগামী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পলাশ মিয়া নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহত পলাশ ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাইলানপট্টি এলাকার চানমিয়ার ছেলে। পলাশ তার ব্যবহূত মোটরসাইকেলযোগে ঝিনাইদহে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এর ফলে ঘটনাস্থলে পলাশ নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মোবাইল ফোনে বলেন, আমি মেডিকেলে ভর্তি আছি বিষয়টি আদম আলী জানে।

টিএইচ