শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১০ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি কর্মকর্তাসহ দুজন, সাতক্ষীরার পাটকেলঘাটায় দুজন, ভোমরা বন্দ ভারতীয় ট্রাকহেলপার, দিনাজপুরের ফুলবাড়ীতে দুজন, গোপালগঞ্জের কাশিয়ানীতে একজন, দিনাজপুরের ঘোড়াঘাটে একজন ও ভোলার লালমোহনে এক শিশু নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৩ জুন) টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়েকের উপজেলার কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের গারট্র গ্রামের জাকির হোসেনের ছেলে আলমগীর হোসেন ও একই ইউনিয়নের কাশতলা গ্রামের জুয়েল রানা। জুয়েল গোপালপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ জুন) মোটরসাইকেলের তিন আরোহী কদমতলি থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিল। এসময় মধুপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘাটাইল থানার ওসি আব্দুস ছালাম মিয়া জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। চালককে আটক করা হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পাটকেলঘাটায় (সাতক্ষীরা) : সাতক্ষীরার পাটকেলঘাটায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে উপজেলার শাকদহা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম।
ওসি বিপ্লব কুমার নাথ জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজসংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার ট্রাক। মধ্যরাতে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় খুলনাগামী আরেকটি পণ্যভর্তি ট্রাক। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হন নিহত দুজন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে রাত ২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা বন্দরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে এক ভারতীয় ট্রাক হেলপার নিহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ওসি মুহিদুল ইসলাম ঘটনার বিষয়টি জানিয়েছেন। নিহত হেলপারের নাম শাহীন মোল্লা। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ইটেন্ডিয়া গ্রামের হাবিবুল্লাহ মোল্লার ছেলে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ট্রাকটি ভারতীয় পাথর নিয়ে গত বুধবার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর শ্রমিক ও সিএন্ডএফ কর্মচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে বন্দর কর্তৃপক্ষকে জানায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি ঘটনাস্থলে চলে আসে। ওসি মুহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করা হবে।

দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবোরধ করে রাখেন। নিহতরা হলেন- অটোরিকশার চালক নজরুল ইসলাম ও যাত্রী জাহানারা বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) সকালে অটোরিকশাটি ফুলবাড়ীর উদ্দেশে যাওয়ার সময় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকায় সড়কের একটি মোড় অতিক্রম করার সময় একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এ সময় আটোরিকশার চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তারপর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। পরে ইউএনও মীর মো. আল কামহ্ তমাল ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এবং থানার ওসি মো. মোস্তাফিজার রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

কাশিয়ানী  (গোপালগঞ্জে) : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোশারেফ হোসেন মৃধা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন মৃধা নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা মোচড়া গ্রামেরর বেলাল মৃধার ছেলে। কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন,  মোটরসাইকেলে করে নিজবাড়ি নড়াইলের লোহাগড়া থেকে গাজীপুরে যাচ্ছিলেন মোশারেফ হোসেন মৃধা। মোটরসাইকেলটি কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মহাসড়কের ওপর ছিটকে পড়লে মোশারেফকে দ্রুতগামী একটি বাস চাপা দেয়। মারাত্মক আহত মোশারেফকে এলাকাবাসী উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোশারেফ হোসেন মৃধাকে মৃত ঘোষণা করেন। 

ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানে গরুবাহী নসিমনের ধাক্কায় আলতাব হোসেন নামে ভ্যানযাত্রী নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে নসিমনে থাকা ৬ গরু ব্যবসায়ী। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত ও আহত সকলে রানীগঞ্জ বাজারে গরুর হাটে যাচ্ছিলেন কুরবানির গরু কেনাবেচা করতে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার রানীগঞ্জ বাজারের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী আলতাব হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের রহমান আলীর ছেলে। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনায় পতিত দুটি বাহন আমাদের হেফাজতে আছে। মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে খবর দিয়েছি। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন (ভোলা): ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে মো. নয়ন নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডের দ্বীপবন্ধু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার ভাটিয়া বাড়ি শিশু নয়নের নানা বাড়ি। এছাড়া সে রাজবাড়ি সদর উপজেলার বড় চরবাইনা এলাকার মো. সুমনের ছেলে। জানা গেছে, শিশু নয়ন তার নানা বাড়ির মধ্য থেকে কামরুল নামে এক ব্যক্তির অটোরিকশায় উঠে বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার জন্য। ওই অটোরিকশাটি বাড়ির দরজায় পৌঁছানোর আগেই নিচে পড়ে গিয়ে অটোরিকশার চাকার নিচে মাথা পড়ে শিশু নয়নের। এতে গুরুতর আহত হয় ওই শিশু। এ সময় অটোরিকশা চালকসহ শিশু নয়নের স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু নয়নকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় অন্য আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ