রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১২ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভালুকায় পৃথক তিনটি দুর্ঘটনায় পাঁচজন, ভোলায় এক শিশু শিক্ষার্থী, টাঙ্গাইলে দুজন, মুন্সীগঞ্জের শ্রীনগরে এক কলেজছাত্রী, চাঁপাইনবাবগঞ্জে এক দন্ত চিকিৎসক ও সিলেটের গোয়াইনঘাট দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় ২৪ ঘণ্টায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র, এক কলেজছাত্রীসহ মোট ৫জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। গত রোববার রাত থেকে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ভালুকার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমার শেষ নামাজ শেষে ফেরার পথে উপজেলার সিডস্টোর ঢালীবাড়ী মোড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে প্রায় ২৫ যাত্রী আহত হয়। আহতদের ভালুকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জন ভালুকা উপজেলা হাসপাতালে, ৬ জন ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ, ভালুকার পাইলাব এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল ও আরেকজন ভালুকার কাঠালী এলাকার আ. ছাত্তারের ছেলে ফয়জুর রহমান। তারা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্র। ভালুকা উপজেলার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাতেম খান জানান, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাঈম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সজল ও ফয়জুল মারা যান।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, টঙ্গী গাজীপুরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ওই মাদ্রাসার ৩০ শিক্ষার্থী ও শিক্ষক যান। সবাই নামাজ থেকে ট্রাকে করে মাদ্রাসায় ফিরছিলেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার সিডস্টোর ঢালীবাড়ী মোড় এলাকায় পৌঁছলে হঠাৎ একটি পিকআপকে ইউ-টার্ন নিতে দেখে ট্রাক চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

অপরদিকে, গত রোববার রাতে উপজেলার ভরাডুবা নিশিন্দা এলাকার পাকিস্তানী মিলের সামনে একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে ফারুক নামের এক অটোচালকের মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বগাজান এলাকায় ভরাডোবা-সাগরদিঘী সড়কে অটোরিকশা দিয়ে কলেজে যাওয়ার পথে মেদুয়ারি বান্দিয়া গ্রামের আব্দুল বাতেন খার মেয়ে উথুরা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুসরাত আক্তার ঘটনাস্থলেই মারা যান এ সময় আরও ২জন আহত হলে তাদেরকে উদ্ধার করে ভালুকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভোলা : ভোলায় স্কুলের মাইক্রোবাসচাপায় আবু তালেব (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। আবু তালেব একই গ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে। সে ভেলুমিয়া মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৫ ফেব্রুয়ারি) স্কুল ছুটির পর অন্য শিক্ষার্থীদের সঙ্গে আবু তালেবও স্কুলের মাইক্রোবাসে উঠে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে মাইক্রোবাসটি আসলে আবুল তালেব নামছিল। সে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি চালু করে যেতে চাইলে চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. ইনজামুল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোচালক মো. হানিফকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত রোববার  রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকার যাত্রী। নিহতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মন্ডলজানী গ্রামের ইমান আলী প্রামানিকের ছেলে  আবু সাঈদ ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সোনারপা গ্রামের মৃত মঞ্জুরের ছেলে সামিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, হতাহতের ঘটনার আগে রাতে মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কলা ভর্তি কাভার্ডভ্যান মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকার নাহিদ পাম্প সংলগ্ন রাস্তায় উল্টে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে বিকল্প রাস্তা হিসেবে পার্শ্ব সড়কে যানবাহন এলোপাথাড়ি চলাচল করতে থাকে।  এক পর্যায়ে নাহিদ পাম্পের সামনে উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাইভেটের দুই যাত্রী নিহত হয়। এ সময় প্রাইভেটকারের চালকসহ আহত হয় আরো ৩ জন। তাদেরকে  উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামের দোহার পদ্মা কলেজের ছাত্রী নিহত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। সে দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেকছাত্রী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতকে আরোহন করা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত যুবক। ঘাটক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ। শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহমুদুল হাসান লিটন নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল কাদের নামে আরো একজন। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। নিহত দন্ত চিকিৎসক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। একই মোটরসাইকেলের আরোহী আহত আব্দুল কাদের বলেন, লিটন ওষুধ কিনার জন্য তাকে সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন। পথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে লিটন মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে শিবগঞ্জ গামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক লিটন ও তার সঙ্গে থাকা আব্দুল কাদের আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মাহমুদুল হাসান লিটনকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। 

গোয়াইনঘাট (সিলেট) : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাওয়ার টিলার (হালের চাষের ট্রাক্টর) উল্টে দুজন নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে রাজু আহমদ ও চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে হালিম উদ্দিন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ ফেব্রুয়ারি) পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে ক্ষেতের জমিতে হাল চাষ করে মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু ও হেল্পার হালিম উদ্দিন নিহত হয়। এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ