শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ৯ প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায নয়জনের মৃত্যর খবর পাওয়া গেছে। মাদারীপুরের দুই ট্রাক চালক, পিরোজপুরের নেছারাবাদে দুই মোটরসাইকেল আরোহী, খুলনার ডুমুরিয়া দুজন, গাজীপুরের শ্রীপুরে দুজন ও নওগাঁয় এক যুবক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মাদারীপুর : মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপ বোঝাই একটি পিকআপের পিছনে চিনি বোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পিকআপচালক ও ট্রাকচালক দুজনই নিহত হয়েছে। রোববার (৯ জুন) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে গাড়ি দুটি জব্দ করেছে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে আসা একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকচালক মো. উজ্জ্বল ও মো. রায়হান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও নিহত রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে। শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) নেছারাবাদ-বরিশাল মহাসড়কে উপজেলার কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেছারাবাদ থানার এসআই মো. পনির খান। নিহতরা হলেন- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম এবং একই এলাকার ফজলুল করিমের ছেলে মো. সাইফুল। প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, মোটরসাইকেলে করে দুজন বরিশাল যাচ্ছিলেন। কুনিয়ারি বেইলি ব্রিজে উঠার সঙ্গে সঙ্গে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা চিৎকার করে বাসটি থামাতে বললেও চালক তা শোনেন নি। বাসটি মোটরসাইকেলটিকে বেশ খানিকটা দূরে পিষে নিয়ে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নেছারাবাদ থানার এসআই পনির খান জানান, বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।

খুলনা ব্যুরো : খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (৯ জুন) আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। খর্ণিয়া হাইওয়ে থানার এসআই মুন্সী পারভেজ হাসান জানান, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।  

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কারখানার কর্মচারী ও শিশু নিহত হয়েছে। রোববার (৯ জুন) উপজেলার বরমা চৌরাস্তা এবং পৌরসভা ভাংনাহাটির (সিআরসি কারখানার) সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার এসআই সোহেল আল মামুন বিষয়টি জানিয়েছেন।  স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, নুরুল ইসলাম নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে কর্মস্থল বরমীর কায়েতপাড়া এলাকায় মেঘনা গ্রুপের কারখানায় যাচ্ছিলেন। বরামা চৌরাস্তা পৌঁছলে পেছন থেকে ড্রাম ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, শিশু তরিকুল ইসলাম শ্রীপুর-মাওনা সড়ক পার হচ্ছিলেন। এসময় শ্রীপুর পৌরসভা ভাংনাহাটি (সিআরসি কারখানার) সামনে দ্রুত গতির অজ্ঞাত ট্রাক শিশুকে ধাক্কা দিয়ে দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

নওগাঁ : নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় বাস চাপায় ইসাহাক আলী মিঠু নামে এক যুবক  নিহত হয়েছে। রোববার (৯ জুন) এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ইয়াদ কলোনির ইদ্রিস আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান- মিঠু নওগাঁর ট্রাক টার্মিনালে দালাল অফিসে কাজ করতো। বাড়ি থেকে নওগাঁ আসার পথে কাঁঠালতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়লা তাদের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ