সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিরলে নৈশ্য প্রহরীকে গলাকেটে হত্যা

দিনাজপুর প্রতিনিধি

বিরলে নৈশ্য প্রহরীকে গলাকেটে হত্যা

দিনাজপুরের বিরলে এক নৈশ প্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বিত্তরা। গত বৃহষ্পতিবার দিবাগত রাতে বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ভদ্রবাজার নানক স্থানে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, জোনাকু চন্দ্র রায় (৬৫) নামে ওই নৈশ্য প্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জোনাকু ওই বাজারের নৈশ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো। সে বিরল উপজেলার পুর্ব রাজারামপুর গ্রামের মৃত বিশু রাম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহষ্পতিবার রাতে ভদ্রবাজারে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার (২৮ জুলাই) বাজারের লোকজন এসে দেখে, একটি দোকানের সামনে পড়ে আছে ওই নৈশ্য প্রহরীর রক্তাক্ত লাশ।

স্থানীয়রা জানান, এলাকাটি মাদকের অভয়ারন্য হিসেবে পরিচিত। রাতে দায়িত্ব পালনকালে মাদক সেবনকারীদের প্রতিবাদ জানাতো এই নৈশ্য প্রহরী। এ কারণেই মাদক কারবারিরা তাকে হত্যা করতে পারে বলেও ধারনা পোষণ করেন এলাকাবাসীর অনেকে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

টিএইচ