শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বিসিসি নির্বাচন বর্জনের ঘোষণা বাসদের মনীষার

বরিশাল ব্যুরো  

বিসিসি নির্বাচন বর্জনের ঘোষণা বাসদের মনীষার

আসন্ন বরিশাল সিটি করপোরেশনসহ দেশের বাকী ৫ সিটি করপোরেশন নির্বাচন সরকারের একতরফা ও লোক দেখানো দাবি করে এ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে ২০১৮ এর সিটি নির্বাচনে আলোচিত মেয়র প্রার্থী ডা.মনীষা চক্রবর্তী। 

বুধবার (২৬ এপ্রিল) বাসদ বরিশাল জেলা কার্যালয়ে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বাসদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

সংবাদ সম্মেলনে বাসদের পক্ষ থেকে একতরফা লোকদেখানো নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দ্দন দত্ত নান্টু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য মানিক হাওলাদার, দুলাল মল্লিক, মাফিয়া বেগম, শহিদুল ইসলাম, সন্তু মিত্র, গোলাম রসুল, বিজন শিকদার প্রমুখ। 

মনীষা  বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনার কোন দৃষ্টান্ত বা সক্ষমতা প্রমাণ করতে পারেনি। জনগণের ও এই নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বলেই সামপ্রতিক সময়ের বেশিরভাগ নির্বাচনে ২৫ শতাংশের উপর খুব কমই ভোট প্রয়োগ হয়েছে এবং ঢাকায় দুটি উপনির্বাচনে ১০ এবং ১৪% ভোট পড়েছে। 

আওয়ামী লীগ তার মহাজোটভুক্ত দলগুলিকে নিয়ে একধরনের জনবিচ্ছিন্ন তামাশার নির্বাচন করছে। গতবছরের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দিনেদুপুরে ভোটডাকাতির বিরুদ্ধে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি, নতুন নির্বাচন কমিশনও এ পর্যন্ত কোথাও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারেনি। 

ফলে বাসদ এই লোকদেখানো পাতানো নির্বাচনে অংশ নিয়ে এই কলুষিত নির্বাচনকে বৈধতা দিতে চায় না। সংবাদ সম্মেলনের শেষে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

টিএইচ