বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিসিসির সাবেক প্যানেল মেয়র ও আ.লীগ নেত্রী কোহিনুর গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

বিসিসির সাবেক প্যানেল মেয়র ও আ.লীগ নেত্রী কোহিনুর গ্রেপ্তার

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও একাধিকবারের কাউন্সিলর এবং মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নগরের ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

তিনি জানান, গত ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগসহ মোট চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম। 

এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

উল্লেখ্য, কোহিনুর বেগম বিসিসির সংরক্ষিত (আসন-৩) ৭, ৮, ৯ ওয়ার্ডের একাধিকবার কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ পতন হওয়া আ.লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পরিষদের প্যানেল মেয়র ছিলেন তিনি।  

গত ১৬ বছরে আওয়ামীপন্থি তিন সাবেক মেয়রদের স্ত্রীদের আস্থাভাজন হওয়ায় তার প্রভাবে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্য কাউন্সিলররা ভয়ে তটস্থ থাকতেন।

টিএইচ