সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বীরগঞ্জে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের ডুবে ভানু রানী রায় নামে ১৫ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবদারুপাড়া এলাকার ধর্ম নারায়ণ রায়ের কন্যা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ আগস্ট) শিশু ভানু রানী রায় নিখোঁজ হয়। বসতবাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় ও পরিবারের লোকজন। 

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

টিএইচ