সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে এমপি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান। পাশাপাশি ২০২০, ২০২৩ এবং ২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। 

শনিবার (০১ জুন) বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জনপ্রতিনিদের সংবর্ধনা প্রদান ও শিক্ষকদের বরণ করে নেন শিক্ষক সমিতির নেতারা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর-০১ আসনের এমপি আলহাজ মো. জাকারিয়া জাকা, নব নির্বাচত উপজেলা চেয়ারম্যান মো. আবু হুসাইন বিপু, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. পরিমল কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও মো. ফজলে এলাহী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার। 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শামীম, বীরগঞ্জ উপজেলা কাল্ব সভাপতি মো. সফিকুল ইসলাম প্রমুখ। এরআগে জনপ্রতিনিধি ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন নেন শিক্ষক নেতারা।

টিএইচ