বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে অবৈধভাবে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে অবৈধভাবে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের রাস্তার পাশ দিয়ে বহমান সরকারি ২০০ বছরের পুরানো একটি খাল ড্রেজার মেশিন দিয়ে  মাটি  ভরাট করে স্থানীয় এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঘুরে জানা যায়, নিমসার- কংশনগর সড়কের পাশে শিকারপুর গ্রামের সাবেক মেম্বার জসিম উদ্দিনের বাড়ির  সামনে প্রবাহমান ২০০ বছরের একটি পুরানো (মধ্য পাড়ার) জৈন্তার খালের সাথে সংযোগ খালটি এলাকার ময়নামতি ইউনিয়ন ও মোকাম ইউনিয়নের প্রায় ২০ টির উপরের গ্রামের বর্ষার  সময় বৃষ্টির পানি প্রবাহিত হয়।

এছাড়া এ খালের জমানো পানি দিয়ে এলাকার কৃষি জমিতে সেচ কাজ করে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করা হয়। খালটি এলাকার চিহ্নিত কিছু লোক ধীরে ধীরে ভরাট করে সংকোচিত করেছেন। যার ফলে এলাকার পানি প্রবাহিত না হওয়ায় জমিতে  পানি জমে কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।

স্থানীয় মো. জহিরুল ইসলামসহ এলাকার একাধিক ব্যক্তি  জানান, এই খালটি দিয়ে এলাকার লোকজন নৌকায় করে কৃষিপণ্য বিভিন্ন হাট বাজারে নিয়ে  যেতেন স্বাধীনতার সময় পর্যন্ত।  খালটি গভীর ছিল যার ফলে নৌকা দ্রুত চলত এবং ২০-২৫ টি গ্রামের বৃষ্টির পানি এ খাল দিয়ে সরে যেত।

বর্তমানে এলাকার কিছু লোক খালটির বিভিন্ন স্থানে ধীরে ধীরে ভরাট করে বাড়ি ঘর স্থাপনা নির্মাণ করার ফলে পানি প্রবাহের গতি বাধাগ্রস্ত হচ্ছে।  আর খালটি আস্তে আস্তে মরা খালে পরিনত হচ্ছে। যার ফলে কৃষি জমিতে সেচ কাজেও সময় মতো পানি পাওয়া যায় না। অন্য দিকে এভাবে খাল দখল ও ভরাটের ফলে বর্ষা মৌসুমে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় চরম ভাবে।

এলাকার সচেতন মানুষ  আহ্বান জানান, খালটি সংস্কারের। ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য  জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন পাশাপাশি খাল  দখলকারী ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

অভিযুক্ত ব্যক্তি বলেন, তো আমি সরকারি খালটি যেটুকু দখলে নিয়েছি তা মাপ ঝুপের পর জায়গাটি ভরাট হয়েছে। যেটুকু জায়গা দখল হয়েছে তা দুই এক ফুট দখল হতে পারে। ভেকু দিয়ে কাটার পর এমন হয়েছে। যদিও খালটি দখল হয়ে থাকে তাহলে আমি সরকারি আমিন দিয়ে জায়গায়টি মাপ দিব। আমাকে একা দোষ দিয়ে লাভ নাই, অন্যান্য দিক দিয়ে একত্রিংশ খাল নেই।

এ ব্যপারে মোকাম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার)  মো. মোর্শেদ আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনের পাইপ ভাংচুর করে মাটি উত্তোলন বন্ধ করে দিয়েছি। খাল দখল ভরাট করা বিষয়ে অভিযুক্তকে দখল মুক্ত করতে বলা হয়েছে। সে ১৫ দিনের সময় চেয়েছে।

এব্যাপারে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বলেন, এ বিষয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী  আমাকে জানান। আমি তহশিলদার ( নায়েব)  মো. মোর্শেদ আলমকে পাঠিয় সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছি। 

টিএইচ