রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময়

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময়

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী গরু ছাগলের বিভিন্ন হাটবাজারে পকেটমার, চুরি ও ছিনতাই রোধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন। 

এছাড়া মসলাসহ বিভিন্ন পণ্যদ্রব্য নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্ত গ্রহণ, জালটাকা রোধে বিভিন্ন হাটবাজারগুলোতে জাল টাকা চিহ্নিত করার মেশিন ব্যবহার এবং ভেটেরিনারি মেডিকেল টিম থাকার কথা জানানো হয়। 

মঙ্গলবার (১১ জুন) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্তগুলো নেয়া হয়। সভায় ইউএনও সাহিদা আক্তারের পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু, কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, সদর ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মো. জয়নাল আবেদীন, চেয়ারম্যান মো. ওমর ফারুক, সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মঈন আল রশীদ শুভসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিনিধিরা।

টিএইচ