বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সাকু মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. সোলেমানকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভরাসার বাজার থেকে তাকে আটক করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, সোলেমান ষোলনল ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েক করেছিল। তার ভয়ে পুরো ইউনিয়নবাসী আতঙ্কিত ছিল। তার বিরুদ্ধে বুড়িচং থানায় চাঁদাবাজি ও হত্যা মামলাসহ ৩টি মামলা রয়েছে।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে। ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ