বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে গৃহবধূর আত্মহত্যা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লার বুড়িচং পশ্চিমপাড়ায় স্বামি দ্বিতীয় বিয়ে করায় অভিমানে প্রথম স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি জানিয়েছেন বুড়িচং থানার এসআই নূরুল ইসলাম। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে। নিহতের একটি কন্যা সন্তান আছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং সদরের পশ্চিমপাড়া মর্তুজ আলীর বাড়িতে ভাড়া থাকতেন মাছ ব্যবসায়ী সোহেল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার সোমা (৩৭)। জানা যায়, স্ত্রীকে না জানিয়ে স্বামি সোহেল আবার বিয়ে করে। 

দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীকে ভরণপোষণ থেকে বঞ্চিত রেখেছে এবং প্রায় সময় বাড়িতে এসে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে স্বামি সোহেল ও ননদ আসমা আক্তার পলাতক রয়েছে। 

খবর পেয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট করেন। স্বামির বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় কালা মিয়ার ছেলে। নিহত সোমা আক্তারের বাড়ি সিলেট সদরের চিকরপাড়া এলাকার মৃত আশ্রাফ আলীর মেয়ে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টিএইচ