বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভেঙে ভয়াবহ রূপ ধারণ করে বন্যার পানি!

কুমিল্লা ও বুড়িচং প্রতিনিধি

বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভেঙে ভয়াবহ রূপ ধারণ করে বন্যার পানি!

কুমিল্লা গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যার পানি বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে বুড়িচং উপজেলার নতুন নতুন এলাকা। পানির স্রোতে ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন। বসতি ছেড়ে মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে।

সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততোই ভয়াবহ রূপ ধারণ করছে। পানিবন্দিদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বিভিন্ন রাজনৈতিক কর্মীসহ সমাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে।শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত নতুন করে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম, লড়িবাগ, বারেশ্বর এবং শংকুচাইলসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধের একটি অংশে ধসে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই প্লাবিত হয়ে যায় বুড়বুড়িয়া এলাকা।

বুড়িচং ইউএনও সাহিদা আক্তার জানিয়েছেন, ক্রমেই পানি বাড়ছে। নতুন করে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক সমস্যায় তিনি সঠিক পরিসংখ্যান জানাতে পারেননি।

তিনি বলেন, আমরা খোঁজ-খবর নিচ্ছি। নতুন করে মোট কয়টি গ্রাম প্লাবিত হয়েছে জানাতে সময় লাগবে। তবে, তিনি জানান, সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও  স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা যথেষ্ট গুরুত্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

টিএইচ