কুমিল্লার বুড়িচংয়ে এসএসসি পরীক্ষায় গণিত পরীক্ষায় নকল করার দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সামিউল ইসলাম।
মঙ্গলবার (৯ মে) উপজেলার সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলোজি কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম। নকল চলছে এমন সন্দেহে দেহ তল্লাশির মাধ্যমে দুজনের সাথে নকল পাওয়া যায়। তখন ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কলেজের কেন্দ্র সচিব মো. আবু তাহের জানান, নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা দুজন ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এবছর ভোকেশনাল অধীনে ৪৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সামিউল ইসলাম জানান, পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সে বিষয়ে প্রশাসনের চেষ্টা অব্যাহত রয়েছে।
টিএইচ