রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বৃক্ষরোপণই পারে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা করতে : এমপি তৌফিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

বৃক্ষরোপণই পারে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা করতে : এমপি তৌফিক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, একমাত্র বৃক্ষরোপণই পারে তীব্র তাপপ্রবাহ থেকে আমাদের রক্ষা করতে। 

রোববার (৭ জুলাই) কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে মারিয়া বিসিক শিল্পনগর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা আশা করবো কিশোরগঞ্জের ন্যায় সারাদেশে কৃষকলীগ যাতে সব জায়গায় বৃক্ষরোপণ করে। আমরা আহ্বান জানাবো সারাদেশে শুধু কৃষকলীগ না আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই যেন এই মাস টাতে বৃক্ষরোপণ করে। কর্মসূচির উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। 

জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. জিল্লুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজল, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি মোহাম্মদ আকবর আলী চৌধুরীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় কয়েক শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

টিএইচ