শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বেইলি সেতু স্থাপনে দুইদিন বন্ধ থাকবে বড়ইছড়ি-কাপ্তাই সড়ক

রাঙ্গামাটি প্রতিনিধি

বেইলি সেতু স্থাপনে দুইদিন বন্ধ থাকবে বড়ইছড়ি-কাপ্তাই সড়ক

রাঙামাটির কাপ্তাই উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের (বড়ইছড়ি-কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকার নতুন একটি স্টিল বেইলি সেতু নির্মাণের জন্য গতকাল (৩১ মে) ভোর ৫টা ৩০ মিনিট থেকে শুক্রবার (২ জুন) ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই দুইদিন সড়কটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

গত সোমবার চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজামুদ্দীন জানান, বর্তমানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের (বড়ইছড়ি-কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকায় সেতুটি দীর্ঘদিনের পুরানো ও জরাজীর্ণ হওয়াতে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। 

যার ফলে সেখানে একটি নতুন সেতু নির্মাণ হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সেতুটি নির্মিত না হওয়া পর্যন্ত বিকল্প এই বেইলি সেতুটি স্থাপন করা হচ্ছে। যেন যান চলাচলে ঝুঁকি অনেকটা কমে আসে। পাশাপাশি বেইলি সেতুটি স্থাপনের জন্য উল্লেখিত দুইদিন ওই সড়কে যানচলাচল বন্ধ থাকবে। তবে সাময়িক অসুবিধা হলেও বেইলি সেতুটি স্থাপনের পর যানচলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে পুরানো সেতুর বিকল্প হিসেবে একটি স্টিল বেইলি সেতু স্থাপন করা হবে। যার ফলে বেইলি সেতুটি স্থাপনের জন্য দুইদিন সড়কটিতে যানচলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে বিকল্প এই বেইলি সেতুটি নির্মিত হয়ে গেলে আবারো যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান।

টিএইচ