সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বেকারদের কর্মসংস্থানের দাবিতে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি

পিরোজপুর প্রতিনিধি

বেকারদের কর্মসংস্থানের দাবিতে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি

বেকারদের কর্মসংস্থানসহ ৭ দফা দাবিতে সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। গত শুক্রবার পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জি. নিজাম উদ্দিন বলেন, দেশের অধিকাংশ তরুণ সমাজকে কর্মহীন রেখে কোনো দেশ ডিজিটাল বা স্মার্ট হতে পারেনা। দেশে বিদেশে ভিপি নুরের জনপ্রিয়তায় ভয় পেয়ে আ.লীগ অপপ্রচার চালাচ্ছে। সমাবেশে যুব অধিকার পরিষদ ৭ দফা দাবি জানায়। 

মো. জিয়াউল হাসান সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ বরিশাল ও সমন্বয় পিরোজপুর জেলা সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাও. কালিমুল্লাহ ইউসুফ, সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, হাকিম মো. কামাল হোসেন, সহ সভাপতি গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মো. সিরাজ খান আরিফ সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা। 

মানববন্ধনে বক্তারা বলেন, তোফাজ্জল অত্যন্ত ভালো একটি ছেলে, সে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছে, সে কখনো চুরির কোন ঘটনার সঙ্গে জড়িত ছিল না।

কিন্তু কেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীরা বর্বরতা ও পাশবিক নির্যাতন করে জীবন্ত মানুষটাকে মেরে ফেলেছে। এরা শিক্ষা জাতির কলঙ্ক। কলঙ্কিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আমরা পিরোজপুরবাসীর পক্ষ থেকে তাকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি।

টিএইচ