শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বেতাগীতে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

বেতাগীতে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা

বরগুনার বেতাগীতে অপহরণের পর ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ফাঁদে ফেলে তাকে অপহরণ ও ধর্ষণ করা হয়- এমন অভিযোগ এনে গত শুক্রবার রাতে ওই শিশুর বাবা শারিরীক প্রতিবন্ধী মো. মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেতাগী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত. মতিউর রহমানের ছেলে ৫০ বছর বয়েসী মুজিবুর রহমান খানকে। পেশায় তিনি শ্রমিক। এ তথ্য জানিয়েছেন বেতাগী  থানার ওসি মো. আনোয়ার হোসেন।

জানা গেছে, গত ২৯ মার্চ বিকেলে প্রতিবন্ধীকে প্রলোভন দেখিয়ে  বেতাগী-কচুয়া ফেরিঘাট এলাকায় ডেকে অপহরণ করে অপহরণকারী মুজিবুর রহমান খান তার বাড়িতে নিয়ে যায়। ৩২ ঘণ্টা  আটক রেখে তাকে ধর্ষণ করা হয়েছে এমনই আভিযোগ রয়েছে। 

গত ৩০ মার্চ মধ্যরাতে তাকে ছেড়ে দেয়ার পর মধ্যরাতে কাওছার হোসেন নামে এক ব্যক্তি  থানায় নিয়ে আসে। বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন শিশুটিসহ রাতে ঘটনাস্থলে গিয়ে বাহির থেকে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর তিনি পেছনের দরজা থেকে প্রবেশ করে শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আসামি পলাতক থাকায় এখন গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

টিএইচ