সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায়

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায়

বেনাপোল কাস্টমসে গেল ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৮০ কোটি টাকা কম আদায় হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৬৬ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ৫ হাজার ৭৮৬ কোটি টাকা। এ সময় ২০২১-২২ অর্থবছরের চেয়ে আমদানি কম হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৯২১ টন পণ্য। 

এই অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৪৯৯ টন পণ্য। যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৯২১ টন কম। বেনাপোল কাস্টমস সূত্রে এতথ্য জানা গেছে।

কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটের কারণে খাদ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে ব্যাংকগুলো ঋণপত্র খুলতে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে। এর ফলে সার্বিকভাবেই আমদানি কমে গেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের বেনাপোল দিয়ে বাণিজ্যে আগ্রহ বেশি। তবে বর্তমানে ডলার সংকটের কারণে সরকার এলসিতে শতভাগ মার্জিন শর্ত দিয়েছে। আবার ব্যাংকগুলো ডলার সংকট দেখিয়ে এলসি খুলছে না। যে কারণে গেল বছর আমদানি কমে গেছে। আর আমদানি কমলে রাজস্বও কম আসবে, এটাই স্বাভাবিক।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছে না ব্যবসায়ীরা। ফলে আমদানি কমে গেছে। আমদানি কমলে রাজস্ব আয়ও কমে যায়। এরপরও আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ২৮ শতাংশ ছিল। ঈদের ছুটির কারণে জুনে রাজস্ব আদায় কিছুটা কম হয়েছে।

টিএইচ