বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

যশোর প্রতিনিধি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 সোমবার (২৬ আগস্ট) বিষয়টি জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, আজ ২৭ আগস্ট সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগমীকাল সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

টিএইচ