বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণেরবারসহ মনোয়ার হোসেন নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার (৯ জুলাই) দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, মঙ্গলবার (৯ জুলাই) সকালে তারা জানতে পারে দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির একটি দল সীমান্তের ধগলীর মাঠে গোপনে অবস্থান করে। 

এ সময় একজন একটি ব্যাগ হাতে নিয়ে ওই সীমান্তের দিকে আসলে বিজিবির সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯টি স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। এবং জব্দকৃত স্বর্ণেরবারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।

টিএইচ