বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
The Daily Post

বেনাপোলে চালু হচ্ছে দেশের প্রথম ই-গেট

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে চালু হচ্ছে দেশের প্রথম ই-গেট

পাসপোর্টযাত্রীদের যাতায়াত সুবিধার্থে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সর্বপ্রথম স্থাপিত হয়েছে ইলেকট্রনিক গেট (ই-গেট)। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি গেটসহ মোট ছয়টি গেট নির্মাণ করা হয়েছে। ই-পাসপোর্টযাত্রীর সংখ্যা বাড়লে পর্যায়ক্রমে এই গেট বাড়ানো হবে বলে জানান ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।

ইমিগ্রেশন সূত্রে, পাসপোর্টযাত্রীদের ভোগান্তি কমাতে স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে উদ্বোধন করা হচ্ছে ইলেকট্রনিক গেট। যাত্রীরা ই-গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিকভাবে ই-গেট খুলে যাবে, পাসপোর্টবিহীন কেউ ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। বর্তমানে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে। গেট চালু হলে মাত্র ৪০ সেকেন্ডে যাত্রীরা ইমিগ্রেশন করতে পারবেন।

ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে বিকাল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের অনুষ্ঠানে যোগ দেবেন।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, যাত্রীসেবার মান বৃদ্ধি করার জন্য দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রথম ই-গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে যাত্রীরা সহজেই ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। তিনি আরও বলেন, এই গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি।

টিএইচ