শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ একজন আটক

যশোর প্রতিনিধি

বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ একজন আটক

যশোর ঝুমঝুমপূরসহ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারসহ একজনকে আটক করেছে। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৯০ হাজার ইউএস ডলার, ১ হাজার হাজার ৬১০ রুপি এবং ৩২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করেছে। 

এসময় মানিক মিয়া নামে একজনকে আটক করেছে বিজিবি। আটক মানিক মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ৪৯ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বুধবার (১১ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল আইসিপির স্ক্যানিং রুমে অবস্থান নেয়।

এসময় এক পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ হাজার ইউএস ডলারসহ তাকে আটক করা হয়। যার বর্তমান মূল্য (নিরানব্বই লাখ পাঁচ হাজার চারশ) টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং ওই ইউএস ডলার সে অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিল। পরবর্তীতে তার লাগেজ, ব্যাগ তল্লাশি করে ওগুলো জব্দ করা হয়। 

আটক ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

টিএইচ