সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ সময় ৫ কেজি ইলিশ মাছসহ ১ লাখ মিটার ক্যারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরে ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, চৌহালী উপজেলার হাশমত আলী (২৬) ও রাসেল হোসেন (২৮)। গত বৃহস্পতিবার উপজেলার বড়ধুল ইউনিয়নের মেহেরনগর, চরবেল, কুলকান্দি যমুনা নদী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। এ সময় উপজেলার মৎস্য কর্মকর্তা শামিম রেজা ও আনসার সসদ্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় বড়ধুল ইউনিয়নের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে আটক করে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করে একটি মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়া ১ লাখ মিটার ক্যারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
টিএইচ