সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বেলকুচিতে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচিতে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ সময় ৫ কেজি ইলিশ মাছসহ ১ লাখ মিটার ক্যারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরে ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, চৌহালী উপজেলার হাশমত আলী (২৬) ও রাসেল হোসেন (২৮)। গত বৃহস্পতিবার উপজেলার বড়ধুল ইউনিয়নের মেহেরনগর, চরবেল, কুলকান্দি যমুনা নদী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। এ সময় উপজেলার মৎস্য কর্মকর্তা শামিম রেজা ও আনসার সসদ্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় বড়ধুল ইউনিয়নের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে আটক করে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করে একটি মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়া ১ লাখ মিটার ক্যারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

টিএইচ