শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

বেলকুচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

‘শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। 

এ উপলক্ষে রোববার (২৬ মে) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, সমবায় কর্মকর্তা রানা ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, সাংবাদিক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচ