শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকার শেরনগর গ্রামের পুকুর থেকে আয়নাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীয় লুকেন মণ্ডল জানান, সকালে নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরিপানা কাটতে যাই, হঠাৎ মানুষের মত হাত দেখতে পাই। পরে বিষয়টা স্থানীয় লোকদের জানিয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিকভাবে একটু অসুস্থ ছিল। পারিবারিকভাবে তার শ্বশুর বাড়ির সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিলো। কিছুদিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে আমার ভাইকে।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ