ডেইরি ভ্যালুচেইন (গরু-মহিষ) এর আওতায় পিজি সদস্যদের ‘ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা’ শীর্ষক এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সহযোগিতায় ও বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলা হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চর সাঁড়াশিয়া ডেইরি পিজি গ্রুপের ৩০ জন সদস্যদের মধ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়।
বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, খামারিদের গরু-মহিষের বিভিন্ন রোগব্যাধি ও তার প্রতিকার প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. কৃষ্ণ মোহন হালদার, জেলা ভেটেরিনারি অফিসার ডা. সেলিম হোসেন সেখ প্রমুখ।
টিএইচ