বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ ইমরানের নামে মোড়ের নামকরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ ইমরানের নামে মোড়ের নামকরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাদ্রাসাছাত্র হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের নামে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মোড়ের নামকরণ করা হয়েছে। 

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়েছে। গত মঙ্গলবার ইমরানের বাবা মো. ছোয়াব মিয়া উপজেলার কলেজ মোড় চত্বরের পরিবর্তিত নাম ‘শহীদ ইমরান চত্বর’ এর উদ্বোধন করেন।

এসময় শিক্ষার্থীদের পাশাপাশি নাসিরনগর ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) রবিউস সারোয়ার, নাসিরনগর থানার ওসি নূরে আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ