বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, অভয়াশ্রমে সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মেঘনা ও তেতুলিয়া নদীতে সবধরনের মাছ আহরণ বন্ধ এবং জেলেদের মৎস্য ভিজিএফ চাল বিতরণসহ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং বিষয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় বাজার মনিটরিং ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভুমিকা নিয়ে ইউএনও মো. রায়হান উজ্জামানের প্রশংসা করেন বক্তারা। এসময় সভায় উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী মো. আজমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। এসময় বোরহানউদ্দিন উপজেলার ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ