বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

কুড়িগ্রাম প্রতিনিধি   

বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

আমন ধান কাটা মাড়াই শেষে শুরু হয় বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন কৃষকরা। চলতি ইরি-বোরো চাষ মৌসুমে উপজেলার প্রতিটি এলাকায় বীজতলা তৈরির কাজ চলছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর, ঘোগাদহ ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় কৃষকরা তাদের জমিতে আমন ধান কাটা মাড়াই শেষে বোরো বীজতলা তৈরি করতে ব্যস্ত সময় পাড় করছেন। এখন পৌষ মাস শীতমৌসুমে সকালে কিছুটা ঘন কুয়াশা হলেও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। সেজন্য কৃষকরা তাদের জমিতে তড়িঘড়ি করে বোরো বীজতলা তৈরি করছে।

কদমতলা গ্রামে মো. মকবুল হোসেন বলেন, এখন তো শীতকাল কখন যে শৈত্যপ্রবাহ নামে তার ঠিক নাই। তাই তাড়াতাড়ি বোরো বীজতলা তৈরি করছি। কারণ ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ হলে বীজতলার অনেক ক্ষতি হবে। আশা করছি শৈত্যপ্রবাহ শুরুর আগে আমার বীজতলায় চারা গজাবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, বর্তমান আবহাওয়া অনূকুলে থাকায় বোরো বীজতলা তৈরিতে কৃষকদের কোন সমস্যা নেই। বীজতলা যাতে ভালো থাকে সে বিষয়ে উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।

টিএইচ