শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বোয়ালখালী পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। আগাম প্রস্তুতি নিয়ে পৌরসভার ড্রেন নিমার্ণ, নালা-নর্দমা বিভিন্ন স্থানে দ্রুত পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে কাজ করছেন পৌরমেয়র জহুরুল ইসলাম। 

স্থানীয়দের তথ্যমতে, বর্ষা মৌগতমে সামান্য বৃষ্টিতেই অধিকাংশ জায়গা জলাবদ্ধতার পানিতে ডুবে যায়। বাদ যায়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং পৌরবাসীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

 পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট মন্ত্রণালয়ের ২০১৬-১৭ অর্থবছরে ৯৯ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ পায় পৌরসভা। এর মধ্যে ২০১৮ ও ২০১৯ সালে কিছু অংশ কাজী বাড়ি সড়কে আরসিসি ড্রেন নির্মাণ, সিকদারিয়া স্কুলের সামনে ও চিটাগাং বেকারি থেকে হাবিব বেকারি পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ করার পর ঠিকাদারের অবহেলার কারণে কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে জলাবদ্ধতা নিরসনে স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সদর, মীর পাড়া, ফুলতস্থ গাউছিয়া মসজিদ এলাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজ চলছে। 

স্থানীয় পৌরবাসীরা বলেন, পূর্বে এ সমস্যার সমাধান হয়নি। আমাদের মেয়র এ বিষয়ে উদ্যোগ নেয়ায় আমরা আনন্দিত। তিনি একের পর এক জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন। পৌরসভাকে আধুনিকতার রুপ দিতে যে উদ্যোগগুলো নিচ্ছেন তা প্রশংসার দাবিদার।

বোয়ালখালী পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, সমপ্রতিক টানা কয়েকদিনের ভারী বর্ষণে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অগ্রাধিকার ভিত্তিতে ড্রেন নির্মাণ ও পরিষ্কার কার্যক্রম হাতে নিয়েছে। ড্রেনগুলো সচল থাকলে, পৌরসভায় জলাবদ্ধতা দেখা দিবে না। আশা করি পৌরবাসী বিসত বছরের মতো আর ভোগান্তিতে পড়বে না।

টিএইচ