চট্টগ্রামের বোয়ালখালীতে টানা বৃষ্টি ও জোয়ারের কারণে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেও। হাসপাতালের সামনে থই থই করছে পানি। হাসপাতালের নিচতলার প্রতিটি কক্ষে হাঁটুসমান পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে রোগী, স্বজনরা। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবাও।
রোববার (৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার বারান্দায়, জরুরি বিভাগ, সাধারণ বিভাগ ও প্রশাসনিক বিভাগসহ গুরুত্বপূর্ণ আরও বেশকিছু বিভাগে পানি ঢুকে পড়ছে। এতে পানিতে তলিয়ে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার চারপাশ।
খোঁজ নিয়ে জানা যায়, বোয়ালখালী অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পর্যাপ্ত ডাস্টবিন না থাকা, সময়মতো ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নালা, নর্দমা ও খাল ভরাট হয়ে বোয়ালখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে যায়।
এছাড়া বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে রায়খালী খালের মুখে ময়লার স্তূপ জমে যাওয়ায় পানি নামতে পারছে না। তাই বৃষ্টির পানি হাসপাতালে জলাবদ্ধতার সৃষ্টি করছে।
চিকিৎসা নিতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই নিচতলায় পানি ওঠে গেছে। পানিতে কষ্ট করে চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করছে। বাইরের থাকা ময়লা-আবর্জনাযুক্ত পানি ডিঙিয়ে দাঁড়িয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা জরুরি বিভাগে সেবা নিচ্ছেন বলে জানান তারা।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন জানান, হাসপাতালের পেছনের পুকুর ও খালে ময়লা জমে খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে পারছে না। হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
টিএইচ