বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে ট্রাক চাপায় গৃহবধূ নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি 

বোয়ালমারীতে ট্রাক চাপায় গৃহবধূ নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় চম্পা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গত মঙ্গলবার দিবাগত রাতে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও এক মেয়ের জননী। 

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সুতালিয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী চম্পা বেগম বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চরবনমালীপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার (১৫ জানুয়ারি) বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ রাতেই হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ