ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর এক স্ত্রী পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়ে টাকা খুইয়ে থানায় মামলা করেছেন। মামলা সূত্রে পর্নোগ্রাফি চক্রের দুই সদস্যকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
আটকরা হলেন; আলফাডাঙ্গা উপজেলার সিকিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার মেয়ে কাকলী বেগম ও অপরজন কাশিয়ানী উপজেলার আদর্শ গ্রামের মো. ইউসুফ খানের মেয়ে তানিয়া খানম। মামলা নং ৯।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে প্রবাসী মিলন শিকদারের স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে তানিয়া খানম সম্পর্কে বিয়াইন হওয়ার সুবাদে তাদের বাড়িতে যায়। পরে তানিয়া খানম ২২ সালের জানুয়ারিতে সোনিয়ার স্মার্টফোন নিয়ে ব্যক্তিগত ভিডিও অন্য মোবাইলে নেয়ার পর সুপার এডিটিং করে অশ্লীল ভিডিও তৈরি করে। এরপর থেকে ওই ভিডিও নানা মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এ প্রতারক চক্রের আরও ৪ সদস্য রয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক শামীম দেওয়ানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ঢাকা থেকে ২ প্রতারক নারীকে আটক করে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপর এক আসামি বদিউল আলম তুহিন পালিয়ে যায়।
উপপরিদর্শক মো. শামীম দেওয়ান বলেন, প্রবাসীর স্ত্রী ৬ জনের নামে মামলা করেন। পরে অভিযান পরিচালনা করে তাদের দুজনকে ঢাকার যাত্রাবাড়ী রোজভালী গার্ডেন থেকে আটক করা হয়। বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসূল বলেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
টিএইচ