সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি 

বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর সাথে ঝগড়া করে সম্রাট কাজী (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই যুবক উপজেলার গুনবহা ইউনিয়নের আখালিপাড়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকার হালিম কাজীর ছেলে। সোমবার (২৪ জুলাই) বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর বিশ্বাস জানান, গত কয়েকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন না। এনিয়ে গত রোববার রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয়। পারিবারিক এ কলহের জেরে তিনি আত্মহত্যা করেন। 

পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ