বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে ৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা সকলেই সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ভর্তিকৃত রোগীদের বাড়ি, বোয়ালমারী পৌরসভার ১ জন, শেখর গ্রামের ২ জন, গুনবাহা গ্রামের ১ জন, পরমেশ্বদী গ্রামের ১ জন, দুর্গাপুর গ্রামের ১ জন, পাশের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের ১ জন, মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের ১ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএম নাহিদ আল রাকিব বলেন, রোববার (১৬ জুলাই) পর্যন্ত মোট ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তারা সকলেই সুস্থ আছে। তবে সকলকে সচেতন হতে হবে।

টিএইচ