সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ব্রহ্মপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

ব্রহ্মপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

২০২৩-২৪ অর্থবছরের নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের ৬১ লাখ ৬ হাজার ১৫২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (২১ মে) বেলা সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু এ বাজেট ঘোষণা করেন। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৯ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা। 

ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক। 

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের নাটোর জেলা উপপরিচালক আশফুল ইসলাম, নলডাঙ্গা ইউএনও রোজিনা আক্তার প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব নজমুল ইসলাম।

টিএইচ