ভূ-রাজনীতি ও বাংলাদেশের নদ-নদী রক্ষা, নদী সুরক্ষায় গণমাধ্যমের অংশীদারিত্ব ও ভূমিকা এবং নদী সুরক্ষায় সামাজিক আন্দোলনের কর্মকৌশল বিষয়ক ‘নদী সম্মেলন’ আয়োজন করেছে নদী ও প্রকৃতি সুরক্ষায় সামাজিক আন্দোলনের সংগঠন ‘তরী বাংলাদেশ’।
শনিবার (১১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর শ্মশানঘাটের পূর্বপাড় কাশিনগরে ‘নদী সুরক্ষায় একসাথে’ স্লোগানে এই সমাবেশের আয়োজন করা হয়।
তরী বাংলাদেশের সদস্য ও বিজয়নগর উপজেলার আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও কুমিল্লার সদস্য হানিফ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংক পিএলসি ঢাকার ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম মহিউদ্দিন, নদী ও পরিবেশ কর্মী আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ইব্রাহিম সাদাত খান, জাহাঙ্গীর আলম ইমরুল প্রমুখ।
এ সময় বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নদী দখল-দূষণ ও ভরাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে আহ্বান জানিয়ে বলেন, এলাকার কতিপয় প্রভাবশালীরা নদীতে কচুরিপানা আটকিয়ে নৌপথ সংকুচিত করে নদীর স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে, যা সম্পূর্ণ বেআইনি। তাই জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছি।
এছাড়া ফসলি জমিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে কচুরিপানা থেকে জৈবসার উৎপাদন ও ব্যবহারে গুরুত্বারোপ করে সাপ, গুইসাপ, বেজি, বনবিড়ালসহ বন্যপ্রাণী নিধন বন্ধে ও প্রকৃতিতে বন্যপ্রাণীর গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।
টিএইচ