রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার কর্মসূচি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতার কর্মসূচি ঘোষণা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘শূন্য ৫ বা জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন। 

এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য মাদকাসক্তি, শূন্য বৈষম্য, শূন্য অনাচার। মতবিনিময়কালে তিনি কীভাবে এসব বাস্তবায়ন করবেন সেসব বিষয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
 
মত বিনিময়কালে সায়েদুল হক বলেন, যারা অতীতে জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন। কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকা সামনের দিকে ঘুরানোর উদ্যোগ গ্রহণ করেননি। এসময় তিনি নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছে তাদের স্বাগত জানিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। 

টিএইচ